বরিশাল সদর উপজেলাধীন সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৯৬৬ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। বিদ্যালয়টি ২০১৭ ইং সনে বরিশাল সদর উপজেলার সম্মাননা স্মারক লাভ করে। ২০২২ সালে জেলা প্রশাসন বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব বরিশাল জেলায় প্রথম স্থান অধিকার করে। ২০১৯ সালে বিজয় ফুল তৈরি গল্প ও কবিতা রচনা কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন একক অভিনয় এবং চলচ্চিত্র নির্মাণ করে বরিশাল সদর উপজেলায় দ্বিতীয় স্থান লাভ করে। ব্রিটিশ কাউন্সিল থেকে ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড ২০২০ থেকে ২০২৩ লাভ করে। বিদ্যালয়ের একাডেমিক পরিবেশ শিক্ষার সাংস্কৃতিক সুনাম ছড়িয়ে পড়ছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী ওয়েবসাইট টি তৈরি করতে পেরে আত্মস্থ হলাম। ওয়েবসাইটের মাধ্যমে বিদ্যালয়ের তথ্য সমূহ পাওয়া যাবে যা সকলের জন্য তথ্যপ্রাপ্তির নিশ্চয়তা বহন করে। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।